লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন
ভি বি রায় চৌধুরী – অদ্য ২৫ আগস্ট ২০২৫ ইং রোজ সোমবার লক্ষ্মীপুর পুলিশ সুপার
কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা করা হয়। উক্ত সভার সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন ।
এসময়ে বিশেষ উল্লেখযোগ্য কাজের জন্য বিশেষ পুরস্কার ও সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের মধ্যে এএসআই নুরুল করিম
চৌধুরীকেও পুরস্কৃত করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অন্তু কুমার দাস, ডিআইও-১ লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফ, টিআই প্রশান্ত কুমার দাস, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ভূইয়া, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ বারি সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগন।






