বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খাঁন মহোদয় কে স্বাগতম
ভিবি নিউজ ডেস্ক -বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক ফরিদ খাঁন মহোদয় কে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার।
গত ১৪আগস্ট বৃহষ্পতিবার লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদেএক মানববন্ধন ও পরিশেষে জেলা প্রশাসক বারাবরে এক স্মারক লিপি প্রদান করা হয়। এসময়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যরাও অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার বলেন, গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুর সাংবাদিকদের এই মানববন্ধনের মূল আয়োজক সাংবাদিক ফরিদ খাঁন মহোদয় কে এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।






