ঢাকাTuesday , 19 August 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান সোহেল

    admin
    August 19, 2025 1:13 pm । ১৯৩ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুজ্জামান সোহেল

    ভিবি নিউজ ডেস্ক –
    লক্ষ্মীপুর সদর উপজেলার (পশ্চিম) বিএনপির প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদ- প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন ইয়াং এন্ড এনার্জেটিক ব্যক্তিত্ব মোঃ কামরুজ্জামা সোহেল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন দায়িচশীল পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন । দলীয় সূত্র কামরুজ্জামান সোহেল এর আগে সদর থানা পশ্চিম জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সদর থানা পশ্চিম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ৩ নং দালাল বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ৩ নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন
    করেছেন। প্রতিনিধি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিবন্দ্বিতার ঘোষণা দিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সু-চিন্তিত রায় ও দোয়া কামনা করেছেন। নির্বাচনী প্রচারণায় তিনি সংগঠনের ঐকা, শৃঙ্খলা ও তৃণমূলের নেতাকর্মীদের অধিক সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করছেন।
    দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, অতিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগের রাজনীতি দিয়ে কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপি পূর্নতা পাবে।