পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য রেলি, আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরে ১৬ আগস্ট ২০২৫ ইং তারিখ রোজ শনিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উৎসব-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল সম্রাট খিসা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজকের আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি
ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন দেবনাথ, উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি বাবু শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, জেলা, উপজেলা, পৌর ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, মহিলা ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ইসকন, জাগো হিন্দু পরিষদ সহ অনেক নেতৃবৃন্দ ও সনাতনী হাজারো ভক্তবৃন্দ।






