বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁন মহোদয় কে চট্টগ্রাম বিভাগীয় কমিটির নব-নির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম-সাধারন সম্পাদকের পক্ষথেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর ও ফেনী জেলা শাখার দায়িত্ববানদেরকে বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি ২ জন ও ১ জন যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনোনীত করায় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন মহোদয় কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
জানাযায় নি:স্বার্থ ও নিবেদিতভাবে নিজ জেলাসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলা কমিটি গুলোর সাংগঠনিক উন্নয়নে ভূমিকা রাখায় চট্টগ্রাম বিভাগের সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুল এর মতামতের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার সভাপতি সাংবাদিক ভাস্কর বসু রায় চৌধুরী ও ফেনী জেলার সভাপতি সাংবাদিক মঞ্জুর আলম দেওয়ানী কে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি এবং লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদি হাসান রাসেলকে চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক পদে মনোনীত করে চট্টগ্রাম বিভাগের সার্বিক সাংগঠনিক উন্নয়নের দায়িত্ব প্রদান করা হয়।
বিষয়টি ১৪ আগস্ট ২০২৫ ইং কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি, সাংবাদিক ফরিদ খান তার ফেসবুক আইডিতে লিখে জানান দেন।।






