লক্ষ্মীপুরের সকল উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি করার নির্দেশনা প্রদান -ভি বি রায় চৌধুরী
ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের সকল উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি করার নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খাঁন মহোদয়। তিনি গত ২৯ জুলাই ২০২৫ ইং
স্বারক নং-বিপিসি -৬৮১/২০২৫ ইং এর আলোকে লক্ষ্মীপুরের সকল উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করায় লক্ষ্মীপুর জেলা কমিটির আহবায়ক ভি বি রায় চৌধুরী লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা-রামগঞ্জ, রায়পুর,লক্ষ্মীপুর সদর,কমলনগর,ও রামগতি উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানান। তিনি আরো বলেন যারা সাংবাদিক পেশায় বস্তুনিষ্ঠ কলম সৈনিক হিসাবে সমাজের অসংগতি নিজেদের পত্রিকায় তুলে ধরে কিছুটা জঞ্জাল অপসারণ করতে পেরেছেন, তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে কমিটির সদস্য হতে কোন বাঁধা থাকবে না। ভি বি রায় চৌধুরী বলেন আগামী ১৫ অগাস্ট ২০২৫ ইং তারিখের মধ্যে কমিটির চুরান্ত তালিকা জেলা কমিটির আহবায়ক বরাবর জমা দিলে তিনি জেলাপ্রশাসক মহোদয়ের সম্মতি নিয়ে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে জেলা সম্মেলন সম্পন্ন করবেন বলে জানান।।






