অল্প সময়ে আলিফ-মীম হাসপাতাল চাঙ্গা
বাহির থেকে বুঝাই যাচ্ছে না ভিতরের অবস্থা
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের বাহির থেকে বুঝাই যায় না যে ভিতরের অবস্থা চাঙ্গা। ৩১ জুলাই বিকেলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান ভিতরে তিন শতাধিক রোগী বসে আছে সিরিয়াল দিয়ে ডাক্তারের সেবা নেয়ার জন্য। তরমধ্যে দেখা যায় এলার্জির রোগীই বেশি। আরো দেখা যায় প্রসূতি রোগীও গাইনি ডাক্তারের সিরিয়াল। একজন স্টাফ জানান এই হাসপাতালের জন্মই হয়েছে নরমাল ডেলিভারির লক্ষ্যে,জানতে চাইলে আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন বলেন আজ তিনজন স্টাফের বিদায় সংবর্ধনা দিয়েছি, পারিবারিক সমস্যার কারেনে তারা হাসপাতাল থেকে বিদায় নিয়েছে। স্বতঃস্ফূর্ত বক্তব্য দিয়েছে এবং আবেগে আপ্লুত হয়ে সকলকে কান্নার স্রোতে ভাসিয়ে দিয়েছে।
জানা যায় ৩১ জুলাই ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার আলিফ মীম হাসপাতালের সেমিনার কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন সহ অন্যান্য ডাইরেক্টর গন তিন জন স্টাফ কে ফুলের শুভেচ্ছা জানিয়ে অশ্রু সজল নয়নে বিদায় সংবর্ধনা জানান।।






