ঢাকাMonday , 28 July 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর -রায়পুর আঞ্চলিক মহাসড়কে আনন্দ বাস সার্ভিসের বেপরোয়া গতি ঘটছে অহরহ দুর্ঘটনা

    admin
    July 28, 2025 9:53 am । ২৮৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর -রায়পুর আঞ্চলিক মহাসড়কে আনন্দ বাস সার্ভিসের বেপরোয়া গতি ঘটছে অহরহ দুর্ঘটনা

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর -রায়পুর আঞ্চলিক মহাসড়কে আনন্দ বাস সার্ভিসের বেপরোয়া গতির কারনে ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবী যাত্রী সাধারণ ও এলাকাবাসীর।
    জানা যায় গত ২৫ জুলাই রায়পুরের রাখালিয়া বাজার সংলগ্ন স্থানীয় মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার দুর্ঘটনায় স্পটে মৃত্যু হয় এবং আহত ফাতেমা আক্তার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এভাবে আনন্দ বাস সার্ভিসের বেপরোয়া গতিতে চলাচলে জনগণ আতঙ্কিত।
    এই বিষয়ে দালাল বাজারের স্থানীয় চিকিৎসক সজীব হোসেন বলেন আমি আমার বাড়ি পৌরসভার ১৫ নং ওয়ার্ড বেড়ির মাথা থেকে মটর সাইকেল যোগে আজ ২৮ জুলাই সকালে দালাল বাজার আসার পথে আনন্দ বাসের বেপরোয়া গতির কারণে দালাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সহ আমাকে দ্রুত গতিতে চলার ফলে কাদা ছিটিয়ে চোখে মুখে পড়ায় আমরা দিশেহারা হয়ে পড়ি এবং অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে যাই।
    দালাল বাজার শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়া কমিটির কোষাধ্যক্ষ রাধারমন বৈষ্ণব বলেন আনন্দ বাসের এহেন ভয়াবহ দুর্ঘটনার কারনে আমি বাড়ি থেকে দালাল বাজার হেটে আসতে ভয়ে ভয়ে থাকি কখন আনন্দ বাস গায়ের উপর এসে পড়ে।
    এই বিষয়ে লক্ষ্মীপুর সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক, দালাল বাজার পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন পাটোয়ারী বিটু বলেন বেপরোয়া আনন্দবাস চলাচলে এলাকায় এক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর থেকে পরিত্রাণের ব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।