ঢাকাThursday , 24 April 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারকে হেনস্থা, রক্তাক্ত জখম থানায় মামলা

    admin
    April 24, 2025 9:41 am । ২২২ জন
    Link Copied!

     

    লক্ষ্মীপুরে প্রবাসীর পরিবারকে হেনস্থা, রক্তাক্ত জখম থানায় মামলা

    স্টাফ রিপোর্টার- লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পরিবারকে হেনস্থা রক্তাক্ত জখম হামলায় নারী সহ ৩ জন আহত।

    সোমবার (২১এপ্রিল) ২০২৫ইং সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদীতে এমন ঘটনা ঘটে। হামলার ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ হামছাদী ইউনিয়নের গংগাপুর গ্রামের প্রবাসী হাসান এর সাথে একই বাড়ির সুমন হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ নিয়ে কয়েকবার স্থানীয় ভাবে বৈঠক হয়েছে। সম্প্রতি প্রবাসী হাসান এর স্ত্রী নাসরিন আক্তার(২৩) তাদের জমির বাউন্ডারি দেয়াল নির্মান করতে গেলে সুমনের স্ত্রী ফেন্সি আক্তার বাঁধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে বাদানুবাদ ও কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ১ নং বিবাদীনি সুমন হোসেনের স্ত্রী ফেন্সি আক্তার(২৮) ২নং বিবাদী শহিদুল ইসলামের স্ত্রী বিলকিস বেগম(৩৬) ৩ নং দালাল বাজার নুরু ড্রইভার বাড়ি, ৩নং বিবাদী সাখায়েত উল্যার স্ত্রী জান্নাতুল ফেরদৌস(৩৮) ২নং দক্ষিণ হামছাদি পূর্ব নন্দনপুর মতি উল্যা পাটোয়ারী বাড়ি, ৪নং বিবাদী হুমায়ুন কবিরের স্ত্রী ফাতেমা আক্তার ফেন্সী(৪০) ১নং উত্তর হামছাদি
    মোল্লাগো পোলের মোল্লা বাড়ি, সহ অজ্ঞাত ২/৩ জন নিয়ে এসে নাসরিন আক্তারের উপর হামলা করে এবং অনবরত ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গুরুতর আহত হয়েছে নাসরিন আক্তার, তার ননদ রানী আক্তার ও একই বাড়ির কামাল হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
    এ ঘটনায় নাসরিন আক্তারের পিতা ইসমাইল হোসেন বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) ধারায় মামলা নং ৬৭ তারিখ ২১/৪/২০২৫ ইং দায়ের করেন।
    বাদী গণমাধ্যম কে জানান, আমার মেয়ের জামাইয়ের ক্রয়সূত্রে মালিকানার জমিতে তারা দেয়াল নির্মান করতে গেলে পাশ্ববর্তী সুমনের স্ত্রী ফেন্সি লোকজন নিয়ে হামলা চালায়। এতে আমার মেয়ে সহ ৩জন আহত হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

    এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল করিম বলেন, হামলার ঘটনায় ৪ জন ও অজ্ঞাত নামা ২/৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে৷ ২ জনকে আমরা গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।