ঢাকাSaturday , 12 April 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে সাংবাদিক কে হেনস্তা জনমনে ক্ষোভ

    admin
    April 12, 2025 9:50 am । ২২১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে সাংবাদিক কে হেনস্তা জনমনে ক্ষোভ

    স্টাফ রিপোর্টার – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীতে গত ১০ এপ্রিল সন্ধ্যায় সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে শহীদুল্লাহ্ বাচ্চু নামীয় জনৈক ব্যাক্তি দলবল নিয়ে এসে অকথ্য গালমন্দ ও এক পর্যায়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরীর চোখ খুলতে যায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে তার অর্জিত সম্মান ক্ষুন্ন করে। তৎক্ষনাৎ বিষয়টি লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক (ওসি মহোদয়) মোঃ আব্দুল মোন্নাফ কে মোবাইল ফোনে জানালে তারা দলবল নিয়ে সরে পড়ে।
    জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের মোঃ গোলাম মোস্তফা (৫২) পিতা: মৃত মো: হাবিবুর রহমান মাতা তাসলিমা বেগম।, সাং চরলামছি, তারই ঔরসজাতপুত্র আবদুর রহমান জুবায়ের( ২৮) এর বিরুদ্ধে পিতা হেনস্তা ও মারধরের বিষয়ে দুইজনও অজ্ঞাত ৯জনকে আসামি লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার রেফারেন্স দিয়ে একটি নিউজ করার পরিপ্রেক্ষিতে তারা সাংবাদিক ভি বি রায় চৌধুরীর উপর এই হামলা চালায়। আরো জানা যায় এই শহীদুল্লাহ্ বাচ্চু, আব্দুর রহমান জুবায়ের এর মামা এবং মামলার বাদী গোলাম মোস্তফার ভগ্নিপতি।
    এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের নিকট শহীদুল্লাহ্ বাচ্চুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছে।