ঢাকাFriday , 11 April 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    দালাল বাজারে পুলিশ কেম্প পুন: স্থাপন করা একান্ত আবশ্যক

    admin
    April 11, 2025 5:59 pm । ২১৫ জন
    Link Copied!

    দালাল বাজারে পুলিশ কেম্প পুন: স্থাপন করা একান্ত আবশ্যক
    ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার পুলিশ কেম্প পুন: স্থাপন করার জন্য এলাকাবাসীর পক্ষথেকে পুলিশ সুপার মহোদয়ের নিকট দাবী উপস্থাপন হয়েছে।

    জানা যায় লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার জমিদার বাড়িতে ৪ আগষ্ট ২০২৪ ইং তারিখ পর্যন্ত একটি পুলিশ কেম্প ছিলো। যার কারনে এই এলাকায় আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো ছিলো, মাদক, নারি কেলেঙ্কার, ইভটিজিং, যৌন হয়রানী,হত্যা, গুম সহ যাবতীয় অনিয়মত্রান্তিক কর্মকাণ্ড একেবারে শুন্যের কোঠায় চলে এসেছিলো। বর্তমানে এই এলাকায় পূর্বের মতো কিশোর গ্যাংএর উৎপাত, ইভটিজিং, ধর্ষণ,চুরি+ডাকাতি সহ আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। তাই দ্রুততার সাথে আইনশৃঙ্খলা উন্নয়নের সার্থে পূর্বের মতো দালাল বাজার পুলিশ কেম্পটি পুনরায় প্রতিস্থাপন করার জন্য অত্রএলাকাবাসি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে।
    এই বিষয়ে দালাল বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম আমাদের এপ্রতিবেদক কে জানান আইনশৃঙ্খলা উন্নয়ন কল্পে দালাল বাজার পুলিশ কেম্প অতি দ্রুত পুনরায় স্থাপন করার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের এ লেখনির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছেন।