লক্ষ্মীপুরে পিতা কে লাঞ্ছিত করেছে পুত্র থানায় মামলা
ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুরে নিজের পিতা কে লাঞ্ছিত করেছে পুত্র, ৭এপ্রিল ২০২৫ ইং। এমনি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরলামছি গ্রামের (রসুলগঞ্জ)গোলাম মোস্তফার পুত্র আব্দুর রহমান যুবায়েরের বিরুদ্ধে তার পিতা মোঃ গোলাম মোস্তফা পুত্র কর্তৃক নির্যাতন ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ায় লক্ষ্মীপুর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
থানায় এজাহার ও বাদীর বক্তব্য থেকে জানা যায় গত ৭ এপ্রিল বিকাল ৪’৩০ মিনিটে মোঃ গোলাম মোস্তফার বখাটে পুত্র কিশোর গ্যাংএর সহযোগী আব্দুর রহমান যুবায়ের গং তার পিতাকে মোবাইল ফোনে জরুরি কথা আছে বলে হাসান মঞ্জিলে নিয়ে আসে এবং হটাৎ চাপ সৃষ্টি করে বিদেশ যাওয়ার জন্য বিশলক্ষ টাকা দিতে বলে।টাকা দিতে রাজি না হওয়ায় পূর্ব পরিকল্পিত ভাবে চেয়ার দিয়ে এলোপাতাড়ি পিটায়। এক পর্যায়ে ভুক্তভোগীর স্ত্রী শাহিনুর আক্তার ও কিশোর গ্যাংএর অজ্ঞাত সদস্যগণ তাদের হাতে থাকা লোহার পাইপ দিয়ে বেদম মারধর করায় বাদী মোস্তফা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেন।
পরবর্তীতে গোলাম মোস্তফা সুস্থ হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় বেআইনী জনতাবন্ধে অনধিকার প্রবেশ পূর্বক হত্যার উদ্দেশ্যে মারধর করার অপরাধ (১৪৩/৩৪১/৩২৩/৩০৭ ধারায় মামলা রজু করেন।
এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মোন্নাফের নিকট জানতে চাইলে তিনি বলেন ৯ এপ্রিল ২০২৫ ইং মামলা রজু হয়েছে,সাব -ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ এনামুল হককে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে, তদন্তআন্তে আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।