লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ২৫ মার্চ মঙ্গলবার উপশহর দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সহসভাপতি মোঃ হোসেন চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল হাসান শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ আব্দুল মোন্নাফ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষ্মীপুর জেলার সভাপতি মোঃ শামছুল করিম খোকন, লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী ও স্ংস্থার আইন উপদেষ্টা ফিরোজ আলম, দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহআলম, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম স্বপন,প্রেসক্লাবের সদস্য এবং বাংলার মুকুল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ কে এম মিজানুর রহমান মুকুল সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির হোসেন, তিনি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সর্বস্তরের সাংবাদিকদের উদ্দেশ্য বলেন আমি আপনাদের সাথে বিগত দিনেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আগামীদিনেও আপনাদের এগিয়ে নিতে যতটুকুন সহযোগিতা করার আমি করবো বলে আশাবাদ ব্যাক্ত করেন।
লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক মোঃ আব্দুল মোন্নাফ তার বক্তব্যের প্রথমে উপস্থিত সকলকে মাহে রমজানের সালাম ও শুভেচ্ছা জানান। তিনি লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থাকে এই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা লোক দেখানো নামাজ পড়তে পারি, মাধ্যম এবাদত লোক দেখানো হতে পারে কিন্তু আমার সামনে খাবার আছে আমরা খাচ্ছি না, এটা আল্লাহতালা ফেরেশতাদের মাঝে একথাগুলো বলে গর্ব করেন বলেন আমার ভয়ে তারা সামনে খাওয়া রেখেও খাচ্ছে না, আর তোমরা এমানুষকে তৈরি করতে বাধাপ্রদান করেছো ? তারা ইচ্ছে করলে গোপনে খানা খেতে পারতো কিন্তু খাচ্ছে না। তিনি আজকের এই ইফতার মাহফিলের আয়োজকদের ধন্যবাদ এবং প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি কামনা করেন।
প্রধান অতিথি সিভিল সার্জন মহোদয় লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার ইফতার মাহফিল অংশগ্রহণ করে সাংবাদিকদের উদ্যেশে বলেন আপনারা বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে কলম চালালে সকল অশনিসংকেত সমাজ তথা রাস্ট্র থেকে দুরি ভুত হবে। আপনারা সমাজের দর্পন, উনাকে সাংবাদিকদের ইফতার মাহফিলে দাওয়াত করায় সংস্থার সর্বস্তরের সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আলিফ-মীম হাসপাতালের উন্নতি কামনা করেন।