ঢাকাWednesday , 19 March 2025
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭০০ কেজি বিষাক্ত হাইড্রক্স এবং মেয়াদ উত্তীর্ণ মুদি মাল জব্দ জরিমানা ও গোডাউন সিলগালা

    admin
    March 19, 2025 12:23 pm । ৪৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭০০ কেজি বিষাক্ত হাইড্রক্স এবং মেয়াদ উত্তীর্ণ মুদি মাল জব্দ জরিমানা ও গোডাউন সিলগালা

    মোঃ হোসেন চৌধুরী বিশেষ প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর সদর উপজেলা দালাল বাজার ১৯ মার্চ ২০২৫ ইং তারিখে বাহার হোসেন এর আল মদিনা ডিপার্টমেন্ট ষ্টোরে নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কর্তৃক ফিল্ড অভিযানে ৭০০ কেজি বিষাক্ত হাইড্রক্স এবং মেয়াদোত্তীর্ন মুদি মাল জব্দ করে। মুদি মালের মধ্যে খজুর, বনফুল লাচ্ছি শেমাই, পলাউর চাল, আটা, সুজি, কোকা কোলা, নকল আইসক্রিম, রাধুনি তৈল, মোসলা, হলুদ মরিচ, মেয়াদ উত্তীর্ণ সেম্পু, চিপস,বিস্কুট, চানাচুর,কেক,মধু,সোয়াবিন তৈল, ইত্যাদি।,
    সুমধু চক্রবর্তী সাংবাদিকদের জানান আমরা নিরলস ভাবে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আজ এই অবৈধ বিষাক্ত হাইড্রক্স দালাল বাজার আল মদিনা ডিপার্টমেন্ট ষ্টোর এর চোরা কারবারির গোডাউনে অভিযান পরিচালনা করে এই কেমিক্যাল পয়জন সনাক্ত করি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা উনাকে ফোনে অবগত করলে তিনি লক্ষ্মীপুর সদর থানার পুলিশ নিয়ে সরজমিনে আসেন, সকল কেমিক্যাল, এবং মেয়াদোত্তীর্ন মুদি মাল পরিদর্শন করে ভোক্তা অধিকার এর ৫১ ধারা মোতাবেক ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেন। হাইডো্ক্স পয়জন কেমিক্যাল গোডাউনে তালা লাগিয়ে সেম্পল নেওয়া হয় পরবর্তী সময়ে কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
    আরো জানাযায় লক্ষ্মীপুর সদরের কিছু চোরা কারবারি এই ব্যাবসার সাথে জড়িত আছে বলে স্থানীয়রা নাম প্রকাশে অনইচ্ছুক অভিযোগ করেন। তারা গণমাধ্যম কে আরো জানান মোবাইল কোট পরিচালনাকালে উক্ত চোরাকারবারি গণ জরিমানা না করার সুপারিশ করে, মেবাইলে কোট পরিচালনা সময় কালিন উপস্থিত থেকে বিভিন্ন মালামাল জব্দ না করা জরিমানা না করার জন্য জোরালো ভুমিকা রাখে।
    মোবাইল পরচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনি লক্ষ্মীপুর এর টিম এবং লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক ও জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি মফিজুর রহমান মাস্টার, সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সংবাদ দিগন্তের ষ্টাপ রিপোর্টার মেহেদী হাসান রাসেল উপস্থিত ছিলেন।