লক্ষ্মীপুরে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকারের উদ্যোগে প্রতি বুধবার গণশুনানি অনুষ্ঠিত
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর জেলার মাননীয় জেলাপ্রশাসক রাজীব কুমার সরকারের উদ্যোগে সপ্তাহের প্রতি বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়। তিনি লক্ষ্মীপুর জেলায় যোগদানের পর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে তৎক্ষনাৎ সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
১৯ মার্চ ২০২৫ ইং তারিখ বুধবার গণশুনানি কালে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার গণশুনানিতে অংশগ্রহণ করেন। এই গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা ও অভিযোগ উপস্থাপন করেন। তাদের অবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।