লক্ষ্মীপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ হোসেন চৌধুরী বিশেষ প্রতিনিধি -১৯৭১ সালের ২৫শে মার্চ দিবাগত রাতে পাক-হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে হত্যা চালায়। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা।
বাংঙ্গালী জাতির এক কালো অধ্যায় এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস,এই দিনটি কে ঘিরে লক্ষ্মীপুর জেলায় সরকারী বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা সহ, মুক্তি যোদ্ধা, ছাত্র জনতা রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল নেতৃত্ব স্থানের নির্বাহী ও কর্মী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকলের সমন্বয়ে এক ব্যাপক প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার। উনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গন, পুলিশ সুপার এর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর লক্ষ্মীপুর জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়পুর,রমাগতি রামগঞ্জ, কমলনগর,জেলাপ্রশাসন এর নির্বাহী ম্যাজিস্টেট গন, জেলা কৃষি, মৎস, শিক্ষা, কর্মকর্তা, পৌর প্রশাসক জসিমউদদীন, র্যাব, আনসার বিডিপি কর্মকর্তা, সমাজ সেবার উপপরিচালক, লক্ষ্মীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এর কর্মকর্তা সুলতানা জোবায়দা, মোঃ নজরুল ইসলাম জেল সুপার লক্ষ্মীপুর, বীর মুক্তি যোদ্ধা জেলা ও উপজেলা কমান্ডার, সিভিল সার্জন, সনাক ( টি আই বি) লক্ষ্মীপুরের সভাপতি অধ্যক্ষ জেড এম ফারুকী, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম ভুঁইয়া, এনজি ও জেমস এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ, সেডো সংস্থা ও এডাব লক্ষ্মীপুর জেলা শাখাী সভাপতি মো, হোসেন চৌধুরী সহ বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক শিক্ষিকা,বৈষম্য বিরোধী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা প্রশাসক এর কার্যালয়ের হল রুমে উন্মুক্ত আলোচনার ভিত্তিতে সময়, ও কর্ম সূচী গ্রহনের সিদ্ধান্ত হয়ে।