ঢাকাThursday , 27 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    পশ্চিম লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

    admin
    February 27, 2025 2:54 pm । ২১০ জন
    Link Copied!

     

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মোঃ স্বপন হোসেনের PALSER 150 CC মোটরসাইকেলটি গত ৩১ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাতের যে কোন সময়ে ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেলটি চুরি করিয়া নিয়া যায়। এই বিষয়ে মোটরসাইকেলের মালিক স্বপন হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করে।
    জানা যায় পশ্চিম লক্ষ্মীপুরের মৃত শফিউল্লাহ বেপারীর ছেলে মোঃ স্বপন হোসেনের ১৫০ সিসি পালসার মোটর সাইকেলটি গত ১ ফেব্রুয়ারী ২০২৫ ইং ভোর ৫’৩৭ মিনিটে বাদীর বসত ঘরের পাশে একচালা টিনের ঘর থেকে মোটরসাইকেলটির হাইড্রোলিক তালা ভেঙে লক্ষ্মীপুর ল-১১-১৪৪৯, ইঞ্জিন নং – DHYWHM -18825, মেরুন রংএর মোটরসাইকেল টি একজন চিহ্ন চোর মুখে মুখোশ পড়ে চুরি করে নিয়ে যায়, যাহা পরবর্তীতে আমির হাজির বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায়।
    উক্ত বিষয়ে ১ ফেব্রুয়ারী ভুক্তভোগী বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় অফিসার ইনচার্জ বরাবরে একটি অভিযোগ পত্র দাখিল করিলে ওসি মন্নাফ বিষয়টি আমলে নিয়ে এসআই মোবারক হোসেনকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বলেন। পরবর্তীতে এসআই মোবারক হোসেন সরজমিনে এসে সিসি ফুটেজ প্রত্যক্ষ করে একজনকে সন্দেহের তালিকা আনেন। বিভিন্ন পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে নাম্বার ট্যাগ করে সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্তকরেন। আরো জানাযায় সন্দেহ জনক ব্যক্তির অভিভাবক হয়ে এক হুন্ডা মেইকার বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পুলিশ ইচ্ছা করলে দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেন বলে ভুক্তভোগী আমাদের এই প্রতিবাদেরকে জানান।