ঢাকাTuesday , 18 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৪ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন

    admin
    February 18, 2025 2:06 pm । ২১০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে ৪ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন

    ভিবি নিউজ ডেস্ক –
    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে ৪ দিন ব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ফিতা কেটে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক।

    অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। এসময়ে আরো উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, প্রাথমিক শাখার প্রধান সফিউল আলম, এবং প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল সহ প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আনিসুর রহমান।

    জানা যায়, শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে ২০১২ সাল থেকে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে বইমেলার আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বছর ৪ দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। এতে ১৭টি স্টলে স্বনামধন্য কবি-সাহিত্যিকদের বই স্থান পেয়েছে।

    সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আমিন বলেন  বর্তমান আধুনিকতার ফলে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে পড়েছে। তারা মোবাইল আসক্তিতে ভুগছে। তাদের বইয়ের দিকে ফিরিয়ে আনতে হবে, আর শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বই শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে এবং স্বাভাবিক জীবনে ভূমিকা রাখে। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এই প্রয়াস অব্যাহত থাকবে।