ঢাকাMonday , 13 January 2025
আজকের সর্বশেষ সবখবর

চরফ্যাশনে পর্যটকদের মারধর করে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগ

admin
January 13, 2025 10:11 am । ১১৭ জন
Link Copied!

ভোলার চরফ্যাশনে ঘুরতে আশা তিন পর্যটককে দফায় দফায় মারধর করে তাদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন ও বিকাশের নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে স্থানীয় বখাটেরা।
রোববার (২২ডিসেম্বর) দুপুর ২টার দিকে চরফ্যাশন জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত ভবনের পুর্বপাশ্বে স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া পবন (১৯), বিজয় দাস (১৯) ও অভি (১৫) সহ তিন বন্ধু চরফ্যাশনে ঘুরতে আসেন। এসময় বখাটেরা তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও বিকাশের ১৫ হাজার টাকা হাতিয়ে নেন তারা।
ভুক্তভোগী পবন এর বড়ভাই শুভ অভিযোগ করেন, তিন বন্ধু মিলে ফ্যাসন স্কয়ার হয়ে জ্যাকব টাওয়ারের সামনে গেলে স্থানীয় ৪/৫ জন তরুণ বখাটে ছেলে তাদেরকে (পর্যটকদের) ডেকে নিয়ে যায় আদালত ভবনের পুর্বপাশ্বের নির্জন স্টুডিয়ামের ভিতরে, সেখানে নিয়ে তাদেরকে মারধর করেন। এবং ৩০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। পরে পবনের বিকাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর শুরু করেন। এসময় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বাড়িতে থেকে বখাটেদের বিকাশে আরো ১০ হাজার টাকা আনেন। এর পরেও ক্ষান্ত হননি তারা ভুক্তভোগীদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন নিয়ে তাদের ছেড়ে দেন।
তিনি আরও বলেন, বখাটের বিকাশ নাম্বারের সুত্র ধরে ওই নাম্বার ব্যবহারকারির নাম ও ছবি পাওয়া যায়। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা জন্য থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন,অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।