ঢাকাSunday , 9 November 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    ‎সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

    admin
    November 9, 2025 10:05 am । ৮৪ জন
    Link Copied!



    ‎সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

    ‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
    ‎লক্ষ্মীপুরের রায়পুরে দায়িত্ব পালনরত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক ও রায়পুর প্রেস ক্লাবের সদস্য নাঈম হোসেন সংবাদ প্রকাশের জেরে হত্যার হুমকিসহ বাসা থেকে উঠিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছেন।
    ‎জানা যায়, গত ২৮ অক্টোবর আমার দেশ অনলাইন ভার্সনে প্রকাশিত “হারভেস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকার লোপাট” শীর্ষক সংবাদের পর থেকেই তিনি নানাভাবে হুমকির মুখে পড়েন। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর দুপুরে রিপন পরিচয়ধারী ব্যক্তি মোবাইল নম্বর ০১৬২৫৫০৯৭৮৮ থেকে ফোন করে সাংবাদিক নাঈমকে দেখা করার জন্য বলে। দেখা না করলে “বাসা থেকে উঠিয়ে নেওয়া হবে” বলে হুমকি দেয়।
    ‎পরিবার ও নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিক নাঈম হোসেন ৭ নভেম্বর রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
    ‎এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নাঈম হোসেন বলেন, “আমার দেশ অনলাইনে প্রকাশিত নিউজে অভিযুক্ত আক্তার হোসেনের ভাই আবুল হোসেনের সরকারি ভর্তুকির ডিজিটাল সেন্টার নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর থেকেই হুমকি আসতে শুরু করে। রিপন নামের এক ব্যক্তি কল দিয়ে দেখা না করলে বাসা থেকে তুলে নেওয়ার হুমকি দেয়।”
    ‎ঘটনার পর সাংবাদিক নাঈম বিষয়টি তৎক্ষণাৎ লক্ষ্মীপুরের পুলিশ সুপার, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করেন এবং তাদের পরামর্শে পরে থানায় জিডি করেন।
    ‎রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, “নিউজটা করা ঠিক হয়নি। তবে হুমকির বিষয়টি আমি দেখছি, চিন্তার কিছু নেই।”
    রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
    ‎ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ‎মোঃজাকির হোসাইন
    ‎রায়পুর
    ‎তাং ০৯/১১/২০২৫
    ‎০১৮২৬৪০৬৭৭০