ঢাকাSunday , 21 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    শবমেরাজ এমবিবিএস পাশ করায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে অভিনন্দন

    admin
    September 21, 2025 4:25 am । ১৬৬ জন
    Link Copied!

    শবমেরাজ এমবিবিএস পাশ করায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর  পক্ষথেকে অভিনন্দন
    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি,দৈনিক রুপসী লক্ষ্মীপুরের প্রকাশক ও সম্পাদক মো: কামাল উদ্দিন হাওলাদারের মেঝো মেয়ে ডাঃ শবমেরাজ এ্যাথি এমবিবিএস সার্টিফিকেট হাতে পাওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার  পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ক্লাবের চেয়ারম্যান ভি বি রায় চৌধুরী।
    শবমেরাজ এ্যাথির বাবা সাংবাদিক কামাল হাওলাদারের নিকট এই মূহুর্তে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার অসীম রহমত ও অনুগ্রহের জন্য হাজারো শুকরিয়া। কৃতজ্ঞতা তাঁদের প্রতি, যাঁরা সবসময় দোয়া, সুপরামর্শ, উৎসাহ ও প্রেরণা দিয়ে আমাদের পাশে থেকেছেন।
    বিশেষ কৃতজ্ঞতা তাঁদের প্রতি, যাঁদের সর্বাত্মক সহযোগিতা ও সহমর্মিতায় আমাদের দুই মেয়ে ইতোমধ্যে এমবিবিএস ডাক্তার হয়েছে এবং তৃতীয় মেয়েও ডাক্তার হওয়ার পথে রয়েছে।

    আমাদের প্রাণের তিন কন্যা, তিন ডাক্তার।
    তাঁরা যেন শুধু চিকিৎসক নয়, বরং মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করতে পারে- এই দোয়াই তিনি সবার কাছে চান।