ঢাকাWednesday , 3 September 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    *লক্ষ্মীপুরে জামায়েত এর যুব সমাবেশ অনুষ্ঠিত *

    admin
    September 3, 2025 5:45 am । ১৬৮ জন
    Link Copied!

    *লক্ষ্মীপুরে জামায়েত এর যুব সমাবেশ*

    মো: হোসেন চৌধুরী লক্ষ্মীপুর:

    লক্ষ্মীপুর জেলা সদর চররুহিতা ইউনিয়ন এর রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে ২ সেপ্টেম্বর ২০২৫ বাদ মাগরিব জামায়েত ইসলামের আয়োজনে রসুলগঞ্জ বাজার এবং ৩ নং ওয়াড এর নেতা কর্মী ও জামায়েত এর বিভিন্ন অংগসংঠনের ব্যাপক উপস্থিতিতে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা জামায়েত এর আমির মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া, তবে ২/৯/২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর রায়পুর রোডে দালাল বাজারে তাঁর বহনকৃত গাড়ি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারনে তিনি উপস্থিত হতে পারেননি। তিনি হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা আসছে জাতিয় সংসদ নির্বাচন, যুব সমাজ কে দলে দলে ইসলামের পতাকতলে যোগদানের আহবান করেন, বক্তরা বলেন আওয়ামী শৈরাচারের অপশাসনে এই দেশ থেকে নিরপক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের নাম মুছে ফেলা হয়েছে, মানুষের স্বাধীনতা হরন করে নিয়েছে, চররুহিতা ইউনিয়ন বাসি কখনো ভোট দিতে পারেনি, মানুষ স্বাধীন ভাবে স্বাভাবিক জীবন জাপন করতে পারেনি, জেল, জুলুম, গুম, খুন, মিথ্যে গায়েবি মামলার শিকার হতে হয়েছে, কখনো রক্তাক্ত, কখনো আহত, কখনো আতংকিত জীবন নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছে,আবার কেউ শহীদ হয়েছে।আর এই তরুনেরা, যুব সমাজ ছাত্র জনতা, ২৪ আগস্ট ৩৬ জুলাই য়ে আওয়ামী সকল বাহিনীর সামনে বুক পেতে দিয়ে শহীদ হয়ে, পঙ্গু হয়ে সৈরাচারের পতন ঘটিয়েছে, আওয়ামিলীগ ৭১ এর চেতনাকে দখল করে নিয়ে অবৈধভাবে ব্যাবহার করে জামায়েত শিবির কে জঙ্গি নাটক সাজিয়ে অনেক জামাত শিবিরকে হত্যা করেছে। আজকের এই তরুনারাই এই যুবরাই তা রুখে দিয়েছে। জামায়েত ইসলামী বাংলাদেশ মানুষের কল্যানে রাজনীতি করে, জামায়েত ইসলামের মধ্যে কোন চাঁদা বাজি নাই, জামায়ত ইসলাম মানুষের মুক্তির রাজনীতি করে, মানুষের শিক্ষা স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য বাসস্থান এর অধিকার পাওয়ার রাজনীতি করে, ছাত্র সমাজকে আলোর পথদেখায়, ছাত্র সমাজকে লেখা পড়া এবং উন্নত ও উচ্চ শিক্ষাায় শিক্ষিত হওয়ার সহায়তা করে জুলুম অন্যায় হতে মানুষের মুক্তির সংগ্রামে জামায়াত ইসলাম অতন্দ্র প্রহরীর মতো নিরালস কাজ করে যুবসমাজকে দেশ ও দেশের মানুষের উন্নয়নে দক্ষতার প্রশিক্ষণ দিয়ে গড়তলে, জামাত কে যারা বলে বেহেস্তের টিকেট বিক্রি করে তারা মুর্খের মতো অপবাদ দেয়। জামাত বেহেস্তের টিকেট বিক্রি করে না। জামাত দুনিয়া ও আখেরাতের কল্যানে মানুষকে দাওয়াত দেয়। মাদক, নেশা,ইভটেজিং সন্ত্রাস, দুর্নীতি, থেকে মুক্ত হতে যুব সমাজকে গড়ে তোলে, জামাত কোরআন ও হাদিসের শিক্ষা দেয়, বক্তারা যুবসমাজকে আসছে জাতিসংসদ নির্বাচনে অহিংস ভাবে সংঘটিত হয়ে লক্ষ্মীপুর জেলা রায়পুর ২ আসনে মাস্টার রুহুল আমিন ভুঁইয়া কে দাড়ি পাল্লা মার্কা নির্বাচনের কর্মী হিসাবে দায়িত্বশীল হওয়ার আহবান করেন।যুব সমাবেশে আরো উপস্থিত ছিলেন
    জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমির জনাব মাওলানা হুমায়ুন কবির। উপজেলা সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মদ, বায়তুল মাল সম্পাদক কাজি রফিকুল ইসলাম, চররুহিতা ইউনিয়ন জাময়েত এর আমির মাস্টার হুমায়ুন কবির, অনুষ্ঠানে সঞ্চালন করেন সাইফুল ইসলাম ৩নং ওয়াড চরলাছির জামায়েত সভাপতি, সভাপতিত্ব করেন শামছুল আলম রিটু ৩ নং ওয়াড কেন্দ্র পরিচালক, সাহেদুর রহমান আজাদ, চররুহিতা ইউনিয়ন পেশাজীবি সভাপতি,আমিনুল ইসলাম,সোহেল হোসেন প্রমুখ।