ঢাকাTuesday , 26 August 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    প্রেম ঘটিত কারনে আত্মহত্যা ?

    admin
    August 26, 2025 6:14 am । ১৮৯ জন
    Link Copied!

    প্রেম ঘটিত কারনে আত্মহত্যা ?
    ভিবি নিউজ ডেস্ক :
    লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের আদার বাপের বাড়ির ছায়েদ আলীর দ্বীতিয় ছেলে মোহন(২৭) গতকাল ২৫ আগস্ট রাত আনুমানিক ১২ ঘটিকায় ওয়াজান পুকুর পাড়ের দুইটি সুপারি গাছের সাথে পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী (পুলিশ) এসে লাশ উদ্ধার করে এলাকার ৭ ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার দুই মামুন ও লাশের পরিবার বর্গের উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পোস্টমটাম করার জন্য নিয়ে যায়। সরজমিন ঘুরে এসে বিষয়টি আমাদের এই প্রতিবেদক বিষয়টি জানান।