দৈনিক জনতা পত্রিকার জিএম বিষু কুমার দাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
ভিবি নিউজ ডেস্ক – এক সময়ের দেশ কাঁপানো জাতীয় দৈনিক জনতা পত্রিকার জিএম বিষু কুমার দাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
জানা যায় দৈনিক জনতার জিএম বিষু কুমার দাস হটাৎ জনতা অফিস( ফকিরাপোল পানির ট্যাংকির বিপরিতে) মাথা ঘুরে পড়ে গেলে তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে জানান তার ফুসফুসে পানি জমে নিউমোনিয়া দিকে ধাবিত হয়েছে। চিকিৎসক রেস্টে থাকা এবং চিকিৎসকের নজরদারির জন্য হাসপাতালে ভর্তি দিয়েছেন।
ভিবি নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক ভি বি রায় চৌধুরী মোবাইল ফোনে জানাতে চাইলে তিনি বলেন আমার অবস্থা খুবই খারাপ ছিলো, বর্তমানে কিছুটা ভালোর দিকে। তিনি সকলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থী।