সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে স্বাধীনতা যুদ্ধে শহীদ আবুসাঈদ”স্বরণে, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদের ” লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার নব নির্বাচিত কার্যকরি কমিটির সদস্য বৃন্দের র্পুনাঙ্গ তালিকা লক্ষ্মীপুরে পারিবারিক কলহে ঘরে আগুন দুই সন্তানের মৃত্যু, স্ত্রী দগ্ধ লক্ষ্মীপুরে শেয়ার হোল্ডারের মৃত্যুতে আলিফ-মীম হাসপাতাল কর্তৃক আর্থিক অনুদান চাঁদপুর-৩ আসনে নৌকার পক্ষে মনোনয়নপত্র নিলেন সুজিত রায় নন্দী আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মোঃ নাহিদ যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা লক্ষ্মীপুরে অসহায়দের মধ্যে বিনামূল্যে ঢেউটিন, চেক ও হুইলচেয়ার বিতরণ করেন সাংসদ নুরউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন লক্ষ্মীপুর সদরে প্রানে হত্যার ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প, চেক ও আইডি কার্ড ছিনতাই, কোর্টে মামলা লক্ষ্মীপুরে বিএনপি নেতা ট্রাংক মানিক সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা জিয়া, এরশাদের আমলে দেশের উন্নয়ন হয়নি, শেখ হাসিনা উন্নয়ন করেছেন : মন্ত্রী তাজুল ইসলাম রামগঞ্জে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় এলাকায় সনাতনী সম্প্রদায়ের ক্ষোভ লক্ষ্মীপুরের রামগঞ্জ অভয় পাটোয়ারী বাড়ির গৌড় মন্দিরের সিমানা প্রাচির নিয়ে দন্দ,অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি
লক্ষ্মীপুরে রেডজোনের ৪ পৌরএলাকা ১১ ইউনিয়ন লকডাউনে কড়াকড়ি, জরিমানা, করোনা উপসর্গে রামগঞ্জে মৃত্যু ১

লক্ষ্মীপুরে রেডজোনের ৪ পৌরএলাকা ১১ ইউনিয়ন লকডাউনে কড়াকড়ি, জরিমানা, করোনা উপসর্গে রামগঞ্জে মৃত্যু ১

  1. বিশেষ প্রতিনিধি মিজানুর শামীম- করোনাভাইরাস নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর সদরসহ ৫টি উপজেলার ৪টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে গত ১৬ জুন সকাল থেকে শুরু হওয়া রেডজোন এলাকায় ১৮ জুন বৃহস্পতিবার তৃতীয় দিনে কড়াকড়ি ভাবে লকডাউন কার্যক্রম চলছে।

এসব রেডজোন এলাকা গুলো হলো সদর উপজেলার দক্ষিণ হামছাদি, দালালবাজার, পার্বতীনগর, বাঙ্গাঁখা, মান্দারী, চন্দ্রগন্জ, কুশাখালী ইউনিয়ন। কমলনগরের তোরাবগন্জ, চর ফলকন, চর লরেন্স ইউনিয়ন এবং রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১’২’৫’৬’৭’১১’১৫ নং ওয়ার্ড এবং রায়পুর ও রামগন্জ পৌর এলাকা।
লকডাউনের ফলে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি দপ্তরসমূহ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে মানুষ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলছে।

রায়পুর পৌরশহরের চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তায় বের হওয়া লোকজনকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান না করায় ১৮ জুন তিন জনকে ৫০০/- টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।


জেলায় সরকারি হিসেবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, ১৮ জুন বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা বাবুল কাজী (৬৫) করোনা উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি মারা যান। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।


এছাড়া দুইদিন পুর্বে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের সমিতিরর বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ সুলতান পাটোয়ারী মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হলে ওই বৃদ্ধের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে সরকারী হিসেবে ৫ জনের মৃত্যু হয়।