সংবাদ শিরোনামঃ
মানবতার সেবক নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়সী ডাক্তার এড্রিক বেকার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে মোহাম্মদ নুরজ্জামানের যোগদান লক্ষ্মীপুরে কর্মী ও জনবান্ধব নেতা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরউদ্দিন লক্ষ্মীপুরের কমলনগরে জনপ্রিয়তার শীর্ষে আ’লীগ নেতা মোঃ নিজাম উদ্দিন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ঘোষণা শ্রেষ্ঠ ওসি মোসলেহ্ উদ্দিন,শ্রেষ্ঠ টিআই সাজ্জাদ কবির বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র আবশ্যক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকা বাসির দাবী লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের ৫১ তম জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী পশ্চিম লক্ষ্মীপুরের কবির হোসেন কে হুমকি ধমকি দেওয়ায় রুবেল পাটোয়ারী গং দের বিরুদ্ধে সাধারন ডায়রি লক্ষ্মীপুরে মোখার পরিস্থিতি অবলোকনে উপকূলীয় অঞ্চলে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ লক্ষ্মীপুরে ডাবল মার্ডার মামলায় জিহাদীকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের প্রেস  ব্রিফিং রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? রামগঞ্জে বোনের বাল্যবিয়ের প্রতিবাদ করায় ভাই কারাগারে? লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে বিকাশ সরকার কে রক্তাক্ত জখম করার বিষয়ে সোহাগের বিরুদ্ধে থানায় অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে ছোট ভাইয়ের বৌকে যৌন হয়রানি করার বিরুদ্ধে ভাসুর দীপনেরৃ প্রতিবাদ
লক্ষ্মীপুরে রেডজোনের ৪ পৌরএলাকা ১১ ইউনিয়ন লকডাউনে কড়াকড়ি, জরিমানা, করোনা উপসর্গে রামগঞ্জে মৃত্যু ১

লক্ষ্মীপুরে রেডজোনের ৪ পৌরএলাকা ১১ ইউনিয়ন লকডাউনে কড়াকড়ি, জরিমানা, করোনা উপসর্গে রামগঞ্জে মৃত্যু ১

  1. বিশেষ প্রতিনিধি মিজানুর শামীম- করোনাভাইরাস নিয়ন্ত্রণে লক্ষ্মীপুর সদরসহ ৫টি উপজেলার ৪টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে গত ১৬ জুন সকাল থেকে শুরু হওয়া রেডজোন এলাকায় ১৮ জুন বৃহস্পতিবার তৃতীয় দিনে কড়াকড়ি ভাবে লকডাউন কার্যক্রম চলছে।

এসব রেডজোন এলাকা গুলো হলো সদর উপজেলার দক্ষিণ হামছাদি, দালালবাজার, পার্বতীনগর, বাঙ্গাঁখা, মান্দারী, চন্দ্রগন্জ, কুশাখালী ইউনিয়ন। কমলনগরের তোরাবগন্জ, চর ফলকন, চর লরেন্স ইউনিয়ন এবং রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১’২’৫’৬’৭’১১’১৫ নং ওয়ার্ড এবং রায়পুর ও রামগন্জ পৌর এলাকা।
লকডাউনের ফলে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি দপ্তরসমূহ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন সড়কে মানুষ এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলছে।

রায়পুর পৌরশহরের চেকপোস্টসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাস্তায় বের হওয়া লোকজনকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান না করায় ১৮ জুন তিন জনকে ৫০০/- টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।


জেলায় সরকারি হিসেবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১০ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরো ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, ১৮ জুন বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা বাবুল কাজী (৬৫) করোনা উপসর্গ নিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তিনি মারা যান। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।


এছাড়া দুইদিন পুর্বে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের সমিতিরর বাজার এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৮০ বছর বয়সী বৃদ্ধ সুলতান পাটোয়ারী মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হলে ওই বৃদ্ধের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে সরকারী হিসেবে ৫ জনের মৃত্যু হয়।