ভিবি নিউজ ডেস্কঃ
গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলা সহ অন্যান্য আইনে ১৮ সেপ্টেম্বর ২০২০ খৃষ্টাব্দে -১০ জন কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিলের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এসআই শেখ কামাল, এসআই আজিজুর রহমান, এসআই নাসিম উল হক, এসআই মোহাম্মদ ফারুক, এএসআই জাকির হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই নাদিম আকতার, এএসআই এনায়েত হোসেন সংগীয় ফোর্স সহ রায়পুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন মিঠু চৌধুরী, গাঁজা সহ মাদক ব্যবসায়ী নুর নবী এবং নিয়মিত মামলা ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ অন্যান্য আইনে সর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।