লক্ষ্মীপুরে হয়রানি মুক্ত পরিবেশে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সুপারের উদ্যোগ

ভিবি নিউজ ডেস্কঃপাসপোর্ট প্রাপ্তিতে পুলিশ প্রতিবেদন সহজীকরণসহ হয়রানি মুক্ত পরিবেশে জনগণের পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা আজ ১৫ মার্চ (সোমবার) লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা মহোদয়।

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, ডিআইও ওয়ান মোঃ ইকবাল হোসেন ও সদর মডেল থানা পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পাসপোর্টের পুলিশ প্রতিবেদন সহজীকরণসহ কোন ধরণের হয়রানি ছাড়া জনগণের পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।

মত বিনিময় সভা শেষে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পাসপোর্ট অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং সহজে পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে অন্তরায়সমূহ সম্পর্কে অবগত হন।

এর আগে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে পৌঁছলে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, কর্মকর্তা ও কর্মচারীগণ সহ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *