সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক কারবারি ১ জন গ্রেপ্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এমরানের পাশে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর এক খালে মিললো যুবকের লাশ ঘটনাস্থল পরির্দশন করলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কোন ধরনের অপ্রিতিকরসমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুনে পুড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ লক্ষ্মীপুরের রায়পুরে জাল দলিল সৃজন করে ভাইয়ের সম্পত্তি ভোগ করার অভিযোগ, ভাইদের মাঝে ক্ষোভ লক্ষ্মীপুরে সেই শিশুর মায়ের সন্ধান পেয়ে ফেসবুকে যা লিখেছেন এসপি মাহফুজ্জামান লক্ষ্মীপুরের রায়পুর চরবংশি বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে ব্রীজ তৈরি করে সুমন, এলাকায় জনমনে ক্ষোভ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল ৬৬ পদে ২০৯২ প্রার্থীর প্রতিযোগিতা শুরু লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত দফা দাবী আদায়ে গণসমাবেশ লক্ষ্মীপুরে কনস্টেবল নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামানের সচ্চতা ও দিকনির্দেশনা লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
লক্ষ্মীপুরে মৃতদেহ বের করতে সরু পথের গাছ কাটায় থানায় অভিযোগ: এলাকায় উত্তেজনা

লক্ষ্মীপুরে মৃতদেহ বের করতে সরু পথের গাছ কাটায় থানায় অভিযোগ: এলাকায় উত্তেজনা

ভিবি নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মৃত ব্যক্তির লাশ বের করার লক্ষ্যে সরু পথের কয়েকটি গাছ কেটে ফেলায় প্রতিবেশী ৭ জনের বিরুদ্ধে থানা অভিযোগ করার খবর পাওয়া গেছে। ৮ আগস্ট বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম নন্দনপুর এলাকায় এ ঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি নিয়ে মৃত সাইফুল ইসলামের জানাযার নামাজ হওয়ার পূর্বেই একই বাড়ীর মোঃ ওসমান গণির স্ত্রী খতেজা খাতুন (২৮) বাদী হয়ে মোট সাতজনের নামে লক্ষ্মীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করেন, পূর্বে থেকে জায়গাজমি নিয়ে বিরোধ থাকায় মোঃ শাহজাহান (৪০), মোঃ আবুল কালাম (৩৫), মোঃ ফয়েজ আলম (৩৬), মোঃ সায়মন (১৮), মোঃ অপু (২৫), আরাফাত (১৮), মোঃ শাকিল (২৫) উল্লেখিত সাতজন বিবাদী মিলে ৮ আগস্ট বিকেল পাঁচটায় ভয়ভীতি প্রদর্শন করিয়া বাদীর মালিকানার বিভিন্ন প্রজাতির ফলমূলের গাছ গাছারা কাটিয়া টিনের বেড়া ভাংচুর করে।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে খবর নিয়ে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্হ পশ্চিম নন্দনপুর গ্রামের নতুন রওশন বেপারী বাড়ীর মৃত সফিউল্যাহ মিয়ার পুত্র সাইফুল ইসলাম মিঞা(৭০) রোববার বিকেল প্রায় সাড়ে চারটায় স্বাভাবিকভাবে মৃত্যুবরন করেন। এসময় পরিবারের লোক ও এলাকাবাসী মিলে মৃত ব্যক্তির লাশবাহী খাট মসজিদে নেয়ার লক্ষ্যে বাড়ী থেকে বের হতে গেলে পথ সরু থাকায় খাটনি বের করতে না পারার কারনে সকলের সিদ্ধান্তক্রমে সরু পথের কয়েকটি গাছ কেটে ফেলে চলাচলের স্বাভাবিক পথ তৈরী করা হয়। এ ঘটনায় পূর্বে থেকে বিরোধ থাকায় তুচ্ছ বিষয়ে একই বাড়ীর প্বার্শবর্তী ঘরের মোঃ ওসমান গণির স্ত্রী খতেজা খাতুন (২৮) বাদী হয়ে মোট সাতজনের নামে থানায় অভিযোগ করলে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে মোঃ শাহজাহান, মোঃ ফয়েজ, মোঃ অপু (২৫), মোঃ শাকিল (২৫) সহ এলাকার বেশিরভাগ মানুষ বলেন, বাড়ীর চলাচলের পথ খুবই সরু হওয়াতে মৃত ব্যক্তির লাশবাহী খাট বের করার লক্ষ্যে সকলের সুবিধায় জনস্বার্থে একটি নারিকেল গাছ ও দুইটি সুপারি গাছ এলাকাবাসী মিলে কেটে ফেলেছে। অথচ এই তুচ্ছ ঘটনায় উদ্দ্যেশ্য মূলকভাবে মৃত ব্যক্তির জানাযার নামাজ হওয়ার পূর্বেই তাহার পুত্রসহ সাতজন প্রতিবেশীকে বিবাদী করে থানায় অভিযোগ করায় এলাকার সাধারন মানুষের ভিতরে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ পরিদর্শক নুরুল করিম চৌধুরী মুঠোফোনে বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে, সরেজমিনে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।