লক্ষ্মীপুরে মার্চ- জুন ২০২০ মাসে সাজা পরোয়ানা তামিলকারী মডেল থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞা নির্বাচিত

ভিবি নিউজ- ১৬ জুলাই ২০২০খ্রিঃ তারিখ ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভা ও বিবিধ বিষয়ক সম্মেলনে মার্চ-জুন/২০২০ মাসের অপরাধ ও সার্বিক মূল্যায়নে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই/মহিউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা, লক্ষ্মীপুর এবং এপ্রিল/২০২০ শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর ও মার্চ-জুন/২০২০ মাসে সাজা পরোয়ানা তামিলকারী শ্রেষ্ঠ থানা হিসাবে লক্ষ্মীপুর মডেল থানা এ কে এম আজিজুর রহমান মিয়া নির্বাচিত হয়েছেন।

রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম মহোদয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করেন। লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা ও সংশ্লিষ্ট অফিসারগণ পুরস্কার গ্রহন করেন। সম্মেলনে অতিঃ ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব মোঃ ইকবাল হোসেন, পিপিএমসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম জনাব খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সাথে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয় চলতি ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *