সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিচ ইয়াবা টেবলেট সহ ওয়ারেন্ট ভুক্ত ২ জন, মাদক কারবারি ১ জন গ্রেপ্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া এমরানের পাশে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ লক্ষ্মীপুর এক খালে মিললো যুবকের লাশ ঘটনাস্থল পরির্দশন করলেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ কোন ধরনের অপ্রিতিকরসমস্যা ছাড়াই শেষ হলো মেডিক্যাল ভর্তি পরীক্ষা লক্ষ্মীপুরে চায়ের দোকানে আগুনে পুড়ে একজনের মৃত্যু লক্ষ্মীপুরের রামগঞ্জে অভয় পাটোয়ারী বাড়ির সার্বজনীন দূর্গা ও গৌর মন্দিরের রাস্তা অবরোধ করে পাকা ভবন নির্মানের অভিযোগ লক্ষ্মীপুরের রায়পুরে জাল দলিল সৃজন করে ভাইয়ের সম্পত্তি ভোগ করার অভিযোগ, ভাইদের মাঝে ক্ষোভ লক্ষ্মীপুরে সেই শিশুর মায়ের সন্ধান পেয়ে ফেসবুকে যা লিখেছেন এসপি মাহফুজ্জামান লক্ষ্মীপুরের রায়পুর চরবংশি বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে ব্রীজ তৈরি করে সুমন, এলাকায় জনমনে ক্ষোভ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল ৬৬ পদে ২০৯২ প্রার্থীর প্রতিযোগিতা শুরু লক্ষ্মীপুরে শর্টপিচ ক্রিকেটে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জামতলী মিজি বাড়ী একাদশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত দফা দাবী আদায়ে গণসমাবেশ লক্ষ্মীপুরে কনস্টেবল নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মাহফুজ্জামানের সচ্চতা ও দিকনির্দেশনা লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষথেকে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা
লক্ষ্মীপুরে জাতীয় চার নেতার স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে জাতীয় চার নেতার স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল

ভিবি নিউজ ডেস্কঃ -জেলহত্যা  দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মরণে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের এর উদ্যোগে আলোচনা সভা অদ্য ৩ নভেম্বর ২০২০ ইং জেলা আওয়ামীলীগের  কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেনের এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, এডভোকেট জসিম উদ্দিন পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরিদুন নেহার লিকা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুম ভুইয়া, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সদর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হুমায়ূন কবির পাটোয়ারী, সদস্য সৌরভ হোসেন বিনু, প্রমুখ।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহির উদ্দিন বাবরের উপস্থাপনায় এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন‘বাঙ্গালী জাতির জন্য জাতীয় চার নেতার অবদান অপরিসীম। আজীবন জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। খন্দকার মোশতাক এবং তাদের উত্তরসূরীরা এখনো এদেশে আছে। তাদের বিষয়ে তরুণ সমাজকে সর্বদা সতর্ক থাকতে হবে। এই সময় তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, এই দেশের মাতৃভূমিকে আগলে রাখতে হবে। চার নেতার আদর্শে উজ্জীবীত  হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়।