লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার ৫দিন পর কবর থেকে লাশ উদ্ধার: শ্বশুর কারাগারে

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন এলাকায় মৃত্যুর পাঁচদিন পর বুধবার সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। ১০ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

সুত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে স্বামীর বাড়ীতে গৃহবধূ সুমাইয়ার মৃত্যু হলে পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নিহত গৃহবধূর মাতা কহিনূর বেগম খুকি মেয়ে হত্যার অভিযোগে তার শ্বশুরকে একমাত্র আসামী করে ৬ ফেব্রুয়ারী চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। থনায় মামলা হওয়ার পরে নিহত সুমাইয়ার শ্বশুর আমির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে।
চন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন ভিবি নিউজ অনলাইন কে বুধবার বিকেলে মুঠেফোনে বলেন, গৃহবধূ সুমাইয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্হিতে ১০ ফেব্রুয়ারী দুপুরে ৫দিন পরে কবর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে, মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে রিমান্ডে নিবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *