ভি বি রায় চৌধুরী-সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৪৫ জন কৃষকের মাঝে অদ্য ২৭ এপ্রিল বীজ ধান ও সার বিতরণ করেন , লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনাভাইরাস সঙ্কটে স্থবির হয়ে পড়া কৃষক দের মাঝে উপহার হিসেবে এই সার ও বীজধান দেয়া হয়েছে বলে সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
এই সময় উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামিলীগের আহবায়ক ও ৪নং চররোহীতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা যুবলীগের সদস্য আব্দুল জব্বার লাভলু , লক্ষ্মীপুর ২(রায়পুর আংশিক লক্ষ্মীপুর) আসনের সাংসদ কাজি শহিদ ইসলাম পাপুল মহোদয়ের নির্ভর যোগ্য প্রতিনিধি মোঃ আদনান চৌধুরী, ৪ নং চররোহীতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন ফিরোজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ৪নং চররোহীতা ইউনিয়ন কৃষি অফিস নুরুল আলম সহ ইউনিয়ন আওয়ামীলীগ এর নেতাকর্মী বৃন্দ।