লক্ষ্মীপুরে অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, পুলিশ সুপার

  1. ভি বি রায় চৌধুরীঃ

    নির্বাচন ক‌মিশ‌ন কর্তৃক ঘো‌ষিত চলমান পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপু‌রের প্রতি‌টি পৌরসভার নির্বাচন হ‌বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শা‌ন্তিপূর্ণ ও জনগ‌ণের প্রত‌্যক্ষ ভো‌টে‌। বৃহস্প‌তিবার দুপু‌রে লক্ষ্মীপুর জেলা পু‌লিশ সুপারের কার্যাল‌য়ে সাংবাদিক দের সা‌থে এক সৌজন‌্য সাক্ষা‌তে এসব কথা ব‌লেন, পু‌লিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। তি‌নি ব‌লেন, “গণতা‌ন্ত্রিক প্রক্রিয়া অব‌্যাহত রাখার ল‌ক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী চা‌চ্ছেন, সাধারণ মানুষ স্বাচ্ছ‌ন্দে ভোট কে‌ন্দ্রে এ‌সে উৎসবমূখর প‌রি‌বে‌শে তা‌দের পছ‌ন্দের প্রার্থী‌কে ভোট দি‌য়ে জয়যুক্ত করুক। মানু‌ষের মা‌ঝে ভোট কে‌ন্দ্রে আশার প্রবনতা বৃ‌দ্ধি পাক।সরকা‌রের প্রতি মানু‌ষের আস্থা দৃঢ় হোক। ” তি‌নি এব‌্যাপা‌রে তাঁর পক্ষ থে‌কে “‌জি‌রো টলা‌রেন্স” নী‌তি ঘোষণা ক‌রেন।
    পু‌লিশ সুপার আ‌রো ব‌লেন, এক‌টি অবাধ, সুষ্ঠু, শা‌ন্তিপূর্ণ ও নির‌পেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠা‌নের নি‌মি‌ত্তে মানুষ‌কে তার ভোট প্রদা‌নের জন‌্য অবশ‌্যই ভোট কে‌ন্দ্রে আস‌তে হ‌বে। প্রার্থী‌দেরও এ ব‌্যাপা‌রে স্ব‌চেষ্ট হ‌তে হ‌বে। তি‌নি ভোটার‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, “আপনারা ভোট কে‌ন্দ্রে আসুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আপনা‌দের নিরাপত্তা বিধা‌নে পূর্ণ সহায়তা প্রদান কর‌বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *