সংবাদ শিরোনামঃ
সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিবেন তারেক রহমান লক্ষ্মীপুর জেলা পুলিশ পক্ষথেকে বিশেষ বিজ্ঞপ্তি সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ কামান খোলা জমিদার বাড়ির কাদামাটির রাস্তা সংস্কার করার কাজ পরিদর্শনে আসেন ইউএনও লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করলেন নির্বাহী মাজিস্ট্রেট অভি দাস দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন
রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

রামগঞ্জে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ভিবি নিউজ ডেস্কঃ
আগামী ৩০ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় অনুষ্ঠব্য নির্বাচনে ২নং ওয়ার্ডে ডালিম ও উটপাখি প্রতিক প্রার্থীদের পক্ষে বুধবার বেপরোয়া শোডাউন করার খবর পাওয়া গেছে। ২৭ জানুয়ারী বিকেলে কাউন্সিলর পদে ডালিম মার্কার মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) এবং উটপাখি প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করে মটর সাইকেল ও পিক আপ ব্যবহার করার অভিযোগ করেছেন একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার প্রতিদন্ধী প্রার্থী আবু সুফিয়ান।
জানা যায়, বাঁশঘর, মধুপুর ও কমরদিয়া এলাকার অংশ নিয়ে ২নং ওয়ার্ডে ডালিম প্রতিকের কাউন্সিল প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বুধবার বিকেল প্রায় দুই ঘন্টাব্যাপী পঞ্চাশটির মত মোটর সাইকেল নিয়ে বাঁশঘর প্রাইমারি স্কুল থেকে শুরু করে উত্তর বাঁশঘর, পূর্ব বাঁশঘর, কমরদিয়া, মধুপুর হয়ে আবার বাঁশঘর প্রাইমারি স্কুলের সামনে এসে শেষ করে। একই সময়ে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বৃহৎ আকারের সাউন্ড বক্সের মাধ্যমে শব্দ দুষন করে ২নং ওয়ার্ডস্হ পুরো এলাকায় বেপরোয়া শোডাউন করে।
স্হানীয় একাধিক এলাকাবাসী জানান, এভাবে মোটর সাইকেল, পিক আপ গাড়ী ও বিকট আওয়াজের সাউন্ড বক্স এবং মাইকিংয়ের মাধ্যমে শোডাউনের কারনে এলাকায় এক ধরনে আতংক বিরাজ করছে।
একই ওয়ার্ডের ব্লাকবোর্ড মার্কার কাউন্সিল প্রার্থী আবু সুফিয়ান ভুঁইয়া বলেন, আমার প্রতিদন্ধী ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) মটর সাইকেল দিয়ে ও উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিক আপ করে বিকট আওয়াজের সাউন্ড সিস্টেম করে শোডাউন করায় এলাকার ভোটারদের মধ্যে ক্ষোভ বিড়াজ করছে।

মটর সাইকেলে শেডাউন করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে ডালিম মার্কার প্রার্থী মোঃ খালেদ পাটোয়ারি (বাদশা) বলেন, অন্যান্য প্রার্থীরা যেভাবে প্রচার-প্রচারণা করেছে আমিও সেভাবে করেছি।
এদিকে উটপাখি মার্কার প্রার্থী কামাল হোসেন পিকআপ করে বিকট আওয়াজ করে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে বক্তব্যে বলেন ভুল হয়ে গেছে।

জানা গেছে, এ নির্বাচনে অতীতের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশী। মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে নৌকার প্রচারণা গণসংযোগ ব্যতিত অন্য কাহারো গণসংযোগ দেখা যাচ্ছে না।
কাউন্সিলর ও সংরক্ষিত পদে মোট ৬৫ জন প্রার্থী মাঠে ময়দানে গণসংযোগ ব্যস্ত। তবে প্রতিটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত পদে একজন প্রার্থী থাকলেও আওয়ামীলীগের সমর্থিত প্রার্থীর সংখ্যা বেশী।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com