বিশেষ প্রতিনিধি ঃ
নাফেরার দেশে চলে গেলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জু। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।তিনি হৃদরোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, পুত্র বধু এবং একমাত্র নাতনি সুরঞ্জনাকে রেখে গেছেন।
খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জু তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে সুনামের সাথে দৈনিক পূর্বদেশ, দৈনিক বার্তা, দৈনিক দেশ, দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, দৈনিক জনতা সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় পরামর্শক হিসাবে ও বর্তমানে গ্লোবাল টাইমস অনলাইন পোর্টাল এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্হায়ী সদস্য ছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি ফরিদা ইয়াসমিন জানিয়েছেন,ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মোহিতুল ইসলাম রঞ্জু ভাইকে আজ ২৯ এপ্রিল ১২.০৬ মিনিটে ডাক্তার মৃত ঘোষণা করেন। জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র এই সদস্যের মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।