ভিবি নিউজ ডেস্ক: ২৬ মে ২০২৩ ইং রোজ শুক্রবার জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক চট্রগ্রাম উত্তর জেলায় হিন্দু ধর্মীয় বিধি-বিধান পরিবর্তনের অশুভ প্রচেষ্টা বন্ধসহ সংশ্লিষ্ট এনজিওদের নিবন্ধন বাতিল এবং হিন্দু আইন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলের প্রতিপাদ্য বিষয়ে জনতার শ্লোগান ছিলো নিন্মরুপ:
জয় শ্রীরাম- জয় জয় রাম
যত মত তত পথ- হিন্দু স্বার্থে একমত
আমি কে তুমি কে- বাঙালি বাঙালি
আমি কে তুমি কে- হিন্দু হিন্দু
কুরুক্ষেত্রের হাতিয়ার- গর্জে উঠুক আরেকবার
জাগো রে জাগো- হিন্দু জাগো
বাংলার হিন্দু- এক হও এক হও
দুনিয়ার হিন্দু- এক হও লড়াই করো
হিন্দু আইন পরিবর্তন- মানি না মানবো না
ভাই বোনের সম্পর্ক- নষ্ট হতে দেব না
ভাই বোনের মধ্যে- দেয়াল তুলতে চাই না
একশন একশন- ডাইরেক একশন
হিন্দুদের অ্যাকশন- ডাইরেক একশন
ছাত্র মহাজোটের- অ্যাকশন ডাইরেক একশন
জয় শ্রী রম- জয় জয় রাম
Timeshare Cancelation – CancelTimeShareGeek.com