প্রধানমন্ত্রীর উপহার কর্মহীন মানুষের হাতে তুলে দিলেন লক্ষ্মীপুর জেলাপরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান

বিশেষ প্রতিনিধি -মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী লক্ষ্মীপুরে দ্বিতীয় পর্যায়ে বিতরণ শুরু হয়েছে ।

লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস সঙ্কটের কারণে কর্মহীন শ্রমজীবিসহ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আজ শনিবার জেলার রামগতি উপজেলার আ স ম আবদুর রহমান সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে শুরু করা হয়েছে বলে আমাদের এপ্রতিবেদক সরজমিন ঘুরে এসে জানান।
এক সাক্ষাৎকারে জেলাপরিষদ চেয়ারম্যান শাহজাহান জানান, এবার জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরে ১০ হাজার পরিবারের ঘরে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেবো।
করোনা দূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী রাত-দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মানুষকে খেয়ে-পরে বাঁচিয়ে রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করছেন।
প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীকে ভালোবাসে বলেই ইতিমধ্যে ‘ লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মী হয়ে থাকার’ বার্তা দিয়েছিলেন।
করোনা যত দিন থাকবে, আমরা জেলা পরিষদও ততদিন আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

খাদ্য সামগ্রী বিতরন কালে আজ ৩ মে ২০২০ খৃষ্টাব্দে রামগতি আ স ম আব্দুর রহমান সরকারি কলেজ মাঠে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সফল সাধারণ সম্পাদক এডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়ন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *