দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহর স্ত্রী ও বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষিকা নাজমা আরা বেগম ঢাকার শেওড়াপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে….রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাধ্যক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম নাজমা আরা বেগম দীর্ঘ ৪০ বছর যাবত অত্যান্ত সুনামের সাথে ঢাকার আনোয়ারা বেগম মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেছেন। গত ১৩ এপ্রিল এই গুনী শিক্ষিকার আকস্মিক মৃত্যু হয়। অতঃপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহর স্ত্রী নাজমা আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ও লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী, দৈনিক জনতার রায়পুর প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন, লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সবুজ জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন সবুজ। এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বিবৃতিতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক এমএ মজিদ দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এছাড়া শোক প্রকাশ করেছেন সাংবাদিক কল্যাণ সংস্থা, লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
দৈনিক জনতার সম্পাদকের স্ত্রীর মৃত্যুতে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা সহ সহযোগী সংগঠনের শোক
লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী ঃ