গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী আইজিপির বার্তা

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী আইজিপির বার্তা
স্টাফ রিপোর্টার

বর্তমান প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তাররোধে পুলিশ ও গণমাধ্যমের উদ্দেশে বার্তা দিয়েছেন পুলিশের বিদায়ী ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এতে তিনি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান। গত বুধবার দুপুরে তিনি গণমাধ্যমে এই বার্তা পাঠান। বার্তায় আইজিপি জানান, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তাররোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বহুমাত্রিক উদ্ভাবনী

উপায়ে নির্ভীকভাবে নাগরিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সংকট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল। তিনি বলেন, বিশ্বব্যাপী এ সংকট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কার্যক্রমসমূহ ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছে আমাদের মিডিয়া হাউজগুলো, একান্ত সহযোগী হিসেবে পাশে ছিলেন নিবেদিত প্রাণ অকৃত্রিম বন্ধু, একান্ত সুহৃদ সাংবাদিকরা। তাদের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনা সংক্রান্ত গুজব মোকাবিলা। একই সাথে অনুপ্রাণীত ও উদ্দীপ্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, যারা প্রতিনিয়ত জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করছেন। এতে আরও উল্লেখ করা হয়, করোনা সংক্রমণের এই দুর্যোগে বাংলাদেশ পুলিশের পাশে থেকে জনসেবায় সহযোগিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব মিডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধুদের। বাংলাদেশ পুলিশ এও আশা করে, শুধু করোনাভাইরাস নয়, দেশের যেকোনো প্রয়োজন, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও অবারিত থাকবে। দেশমাতৃকার কল্যাণে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বাংলাদেশ পুলিশ, যোগ করেন তিনি। উল্লেখ্য, গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশে পুলিশের নতুন আইজিপির দায়িত্ব পেয়েছেন বর্তমান র?্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আগামী ১৫ এপ্রিল থেকে তিনি নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নেবেন।

(সংগৃহীত দৈনিক জনতা )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *