সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সরকারি ঔষধ ফার্মেসিতে! এযেন সর্ষের মধ্যে “ভুত “ লক্ষ্মীপুরে কিশোর অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত অবশেষে লক্ষ্মীপুরে বাল্য বিবাহ রোধে অগ্রনী ভূমিকা রাখলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়েদা খানম শিমুল সাহা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত লক্ষ্মীপুরে গ্রামীন সড়কে ড্রামট্রাকে  মেম্বারের বালু ব্যবসা, জানতে চাইলে সাংবাদিকদের চাঁদাবাজি মামলা দেয়ার হুমকি রায়পুরে কিশোরী অপহরণ মামলায় দীপেন ও জহির গ্রেপ্তার  লক্ষ্মীপুর পৌরসভার সড়কের পাশে আবর্জনার স্তূপ, নির্গত দুর্গন্ধ ও ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ লক্ষ্মীপুরে শিক্ষক- শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে স্কুল শিক্ষক ও শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, শিক্ষিকার স্বামীর অভিযোগ লক্ষ্মীপুর ২ আসনের মানবিক এমপি নুরউদ্দিন আলিফ মীম হাসপাতালের শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা: জাকির হোসেন উপজেলা নির্বাচনে প্রচারণায় অংশ না নিতে এমপি আনোয়ার খাঁনকে চিঠি লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের কিছু কথা লক্ষ্মীপুরের কৃতিসন্তান আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল ফার্মারের  জন্মদিনে তিনি সকলের আশির্বাদ /দোয়া প্রার্থী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউপি নির্বাচনে মীর শাহআলম চেয়ারম্যান নির্বাচিত
কমলনগর ইউএনও’র সরকারি মোবাইল ফোন ক্লোন করে অর্থ দাবী ?

কমলনগর ইউএনও’র সরকারি মোবাইল ফোন ক্লোন করে অর্থ দাবী ?

 

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়াল মোবাইল ফোন ০১৭৮৮৫৭৭৭১৪ নম্বরটি প্রতারক চক্র ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট হতে অর্থ দাবি করার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে Uno Kamalnagar এর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটার দিকে সর্তকতা অবলম্বনের জন্য একটি পোস্ট দেয়া হয় যা হুবহু তুলে ধরা হলো
***উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭৮৮৫৭৭৭১৪) টি প্রতারক চক্র ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ দাবি করছে বলে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর মহোদয়ের অফিসিয়াল, ব্যক্তিগত মোবাইল বা টেলিফোন নম্বর ব্যবহার করে কেউ কোন ধরনের অর্থ দাবি করলে তা প্রদান থেকে বিরত থাকার জন্য এবং প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হলো।***
ভুক্তভোগী চর কালকিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মো. সাইফুল্লাহ মুঠোফোন জানান, এক মাস পূর্বে ইউএনও স্যারের সরকারি মোবাইল ফোন নাম্বার দিয়ে আমাকে ফোন করে বলে আমি বাড়ীতে যাবো একটি বিকাশ নাম্বার দিতেছি পারলে কিছু টাকা পাঠাবেন, আজও একই নাম্বার দিয়ে ফোন করলে আমি অসুস্থ থাকাতে কলটি ধরতে পারিনি, পরে ইউএনও স্যারকে ফোন কল ব্যাক করে জানলাম তিনি আমাকে ফোন করেননি।
আরেক ভুক্তভোগী চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া জানান, আজ (৭ অক্টোবর) বেলা এগারোটায় ইউএনও স্যারের সরকারি মোবাইল ফোন নাম্বার দিয়ে আমাকে ফোন করে হাই হ্যালো করতে থাকলে কন্ঠ অপরিচিত মনে হওয়ায় সংযোগটি কেটে দিয়ে ঘটনাটি ইউএনও স্যারকে জানাই। তিনি আরও জানান, দুই বছর পূর্বেও একইভাবে ইউএনও স্যারের ফোন নাম্বার দিয়ে আমাকে অপরিচিত লোক ফোন করেছিলো।
হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজামুদ্দিনকেও কমলনগর ইউএনও’র সরকারি মোবাইল ফোন নাম্বার দিয়ে ছয়মাস পূর্বে ফোন করে অর্থ দাবি করা হয়েছিলো বলে তিনিও এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, উপজেলার চর কালকিনি, চর মার্টিন ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবদের থেকে জানার পরে বিষয়টি দ্রুতই কমলনগর থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং লিখিতভাবে অভিযোগ জানানোর প্রক্রিয়া চলছে।


© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Developer: Tanveer Hossain Munna, Email : tanveerhmunna@gmail.com