হাসপাতালে চিকিৎসা শেষে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা

 

স্টাফ রিপোর্টার- সূচি অনুযায়ী শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও বসবেন,

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ‘ত্বকের ছোটখাটো চিকিৎসা’ শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যথারীতি কাজে ফিরেছেন এবং শনিবার তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও বসবেন বলে তার দফতর থেকে জানানো হয়েছে। তার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শুক্রবার বলেন, প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। গতকাল তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। আজ সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার তিনি কয়েকটি অধিকাংশই দলের নেতাদের সঙ্গে বসবেন। রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত শুনতে গত ৫ অক্টোবর এই সংলাপ শুরু হয়। দ্বিতীয় ধাপে শনিবার আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানোর কথা ইতোমধ্যে জানিয়েছেন উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *