সংবাদ শিরোনামঃ
দেশব্যাপি বাড়ছে সামাজিক অপরাধ, দরকার জরুরি পদক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনীর অধঃস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্প: সৌজন্যে আলিফ মীম হাসপাতাল লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় লক্ষ্মীপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের আগমনে জেলাপ্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের শুভেচ্ছা কমলনগর উপজেলা আ’ লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সুস্থতায় কমল নগরের মানুষের মাঝে আনন্দ অশ্রু বৃহত্তর নোয়াখালী আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন ঔষধ কোম্পানি গুলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত নিতে গড়িমসি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা লক্ষ্মীপুরে অস্ত্র -গুলি সহ যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, লক্ষ্মীপুর -৩ সদর আসনের নির্বাচনে অনিয়ম রোধে অনুসন্ধান কমিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড,মাকসুদ কামালকে ফুলেল শুভেচ্ছা প্রদান দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসা “সমিতি ওমান ” কর্তৃক চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরণ

ছাত্রলীগ নেতা সজীব হত্যা মানলার আসামী গ্রেফতার পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

ভিবি নিউজ ডেস্ক :

ছাত্রলীগ নেতা সজীব হত্যা মামলার আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি অবৈধ দেশীয় তৈরী এলজি এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার সংক্রান্তে পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-১৫/০৪/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/ ৫০৬(২)/৩৪ পেনাল কোড এর তদন্তেপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন দুলাল ওরফে পাহাড়ী দুলাল, বাহাতি দুলাল (৪৫), পিতা- মৃত আব্দুল আজিজ, মাতা-আনোয়ারা বেগম, সাং-পাঁচপাড়া (মান্দারের দিঘীরপাড়), থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে ঝিনাইদাহ এবং খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে খুলনা জেলা ডুমুরিয়া থানাধীন শরাপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামী আনোয়ার হোসেন দুলাল ওরফে পাহাড়ী দুলাল প্রঃ বাহাি দুলাল (৪৫) কে সজীব হত্যা মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদকালে উক্ত আসামী এ মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে।পরবর্তীতে উক্ত আসামী আরো স্বীকার করে যে, বর্ণিত মামলার ঘটনার সময় হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০২ রাউন্ড কার্তুজ তার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং পাঁচপাড়া সাকিনস্থ তার পরিত্যক্ত বসতঘরের ভিতর লুকানো আছে। পরবর্তীতে অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ থানার নেতৃত্বে এসআই (নিঃ) শাহীদ হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৪/২৪ইং তারিখ রাত অনুমান ০২.৪০ ঘটিকায় তার পরিত্যক্ত বসতঘর হতে ০১টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর হতে ০১টি দেশীয় তৈরী অবৈধ এলজি এবং ০২ (দুই) রাউন্ড কার্তুজ তার দেখানো ও সনাক্তমতে সাক্ষীদের মোকাবেলায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আসামী এ হত্যা মামলার ঘটনার সাথে জড়িত এবং উক্ত অস্ত্র নিজের বলে স্বীকার করে। অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়।

তারই পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম (বার) মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, পিপিএম-সেবা, কোর্ট পুলিশ পরিদর্শক সৈয়দ সফিকুল ইসলাম মুকুল, অফিসার ইনচার্জ (চন্দ্রগঞ্জ থানা) মোঃ এমদাদুল হক, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ।