ঢাকাSaturday , 15 November 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর শাকচর ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিন টিপু পরপারে

    admin
    November 15, 2025 9:37 am । ১৪৭ জন
    Link Copied!

    • লক্ষ্মীপুর শাকচর ইউনিয়ন পরিষদের সচিব নিজাম উদ্দিন টিপু পরপারে
      ভিবি নিউজ ডেস্ক -লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নং শাকচর ইউনিয়ন পরিষদের সচিব কামান খোলা সৈয়াল বাড়ির মোঃ নিজাম উদ্দিন আজ ১৫ নভেম্বর ২০২৫ ইং দুপুর ১২’৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), তার মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী এবং সদস্য সচিব মেহেদী হাসান রাসেল গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
      তার মৃত্যুতে এলাকায় শোকের মাতন বইছে। জানা যায় মরহুম নিজাম উদ্দিন একজন খুবই জনপ্রিয় লোক ছিলেন,তার চাকুরী জীবনে কোন সুপারিশ নিয়ে কেউ গেলে তিনি যথাসাধ্য চেষ্টা করতেন তার পাশে দাড়াতে। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া /আশির্বাদ প্রার্থনা করেন পরিবারবর্গ।