ঢাকাSaturday , 15 November 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার মহোদয়কে বিদায় সংবর্ধনা

    admin
    November 15, 2025 12:55 pm । ৯১ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার মহোদয়কে বিদায় সংবর্ধনা

    ভিবি নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর জেলার জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার মহোদয় কে নির্বাচনকেন্দ্রীক কর্মস্থল ত্যাগে লিখুনির মাধ্যমে বিদায় সংবর্ধনা জানান বাংলাদেশ প্রেস ক্লাবের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী এবং সদস্য সচিব মেহেদী হাসান রাসেল।

    লক্ষ্মীপুরের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি একজন জেলা প্রশাসকের মমত্ববোধ আসলেই চোখে পড়ার মতো ছিলো। নির্বাচনকেন্দ্রীক কর্মস্থল ত্যাগ হলেও জেলাবাসী রাজিব কুমার সরকারকে মনে রাখবে শ্রদ্ধার সাথে। কেননা তিনি সাহিত্য প্রেম ও শিক্ষার বিস্তারে সল্পপরিসরে যে ভূমিকা রেখেছেন তা সীমাহীন প্রশংসনীয়।
    জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকতা, শিক্ষা ও সমাজ পরিবর্তনের আদর্শ নিয়ে দৃশ্যমান কাজ করছেন। লক্ষ্মীপুর জেলায় সকল পর্যায়ে দৃষ্টিভঙ্গি ও বাস্তবমুখী কর্মধারার কারণে লক্ষ্মীপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে আপনার দীর্ঘায়ু, সুস্থতার জন্য পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা জানান।