-
জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা, শাশুড়ি–বউ গুরুতর আহতরায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি -লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আখন বাড়িতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে আঃ রাজ্জাক আখনের স্ত্রী নারগিস বেগম (৫৫) ও পুত্রবধূ শারমিন আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে। অভিযুক্ত আলী হোসেন গং দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় বউ-শাশুড়ি দুজনকেই এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
আহত নারগিস বেগম জানান, দীর্ঘদিন ধরে আলী হোসেনদের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। প্রায়ই হুমকি দিত— “তোদের মেরে লাশ গুম করে ফেলবো, জমির নিচে পুঁতে রাখবো।” বৃহস্পতিবার সকালে সেই হুমকিই বাস্তবে পরিণত হয়েছে বলে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন তিনি।তিনি আরো বলেন আমার গলাচিপে ধরে এবং আমার গলায় এক বড়ি ওজনের স্বর্ণ অলংকার আলী হোসেন গংরা নিয়ে যায়। আমাদের পুরুষ কেউ বাড়েতে থাকেনা। আমার ছেলে ঢাকায় চাকরি করে। সব সময় তারা আমাদের উপর জুলুম নির্যাতন করে। আমরা এর বিচার চাই।
এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত নারগিজ বেগম কান্না জরিত কন্ঠে বলেন- আমি একজন পর্দাশীল নারী কারো সাথে আমার কোন প্রকার যামেলা হয়নি। আমি আমার মত থাকি দুষ্ট আলী হোসেন গং আমাকে এমন ভাবে মারছে আমি জীবনে শেষ ।আমি উঠা বসা করতে পারিনা নামাজ পড়তে পারিনা। বাবা আমি এর বিচার চাই।
ভুক্তভোগী পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অভিযুক্ত আলী হোসেনের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও। যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস.এম জাকির হোসাইন
রায়পুর
৮/১১/২০২৫
০১৮২৬৪০৬৭৭০






