ঢাকাWednesday , 29 October 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    রায়পুর দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব এমএইচ রুবেল নির্বাচিত

    admin
    October 29, 2025 6:20 am । ৬৫ জন
    Link Copied!

    রায়পুর দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব এমএইচ রুবেল নির্বাচিত
    ভিবি নিউজ ডেস্ক :
    রায়পুর দলিল লেখক সমিতির সন্মানিত সাধারণ সম্পাদক,সাদা মনের মানুষ অত্যন্ত বিনয়ী এমএইচ রুবেল নির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের রায়পুর উপজেলা শাখার সম্মানীত সদস্য, রায়পুর দলিল লেখক সমিতির শিক্ষানবিশ সদস্য এহসানুল আসিফ মাসুম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
    এই বিষয়ে নবনির্বাচিত দলিল লিখক সমিতির যুগ্ম মহাসচিব এম এইচ রুবেল ভিবি নিউজ অনলাইন পোর্টালের সম্পাদক কে বলেন আমার উপর যে গুরুদায়িত্ব দেয়া হয়েছে তা যেন সঠিক ভাবে পালন করতে পারি সে বিষয়ে তিনি সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।