অবশেষে ফিরে পেলেন লাশ পরিবার দেখলেন শেষ দেখা
ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী সেরাজুল দুর্ঘটনায় মৃত্যু বরন করায় পরিবারবর্গ শেষ দেখার জন্য বেশ কিছু দপ্তর সহ এলাকাবাসিকে অবহিত করায় এলাকাবাসির অর্থায়নে অবশেষে লাশ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করার খবর নিশ্চিত করেন আমাদের এপ্রতিবেদক
এহসানুল আসিফ মাসুম, রায়পুর প্রতিনিধি,
জানা যায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী, ইউনিয়নের, উত্তর চরবংশী, মুলা বেপারি বাড়ি নিবাসী (মৃত সেকান্তর বেপারি ছোট ছেলে সেরাজুল বেপারী (৩৫) গত ৭ আগস্ট ২০২৫ ইং বৃহষ্পতিবার সৌদি আরব ডিউটিরত অবস্থায় এক্সিডেন্টে মৃত্যুবরন করেন। তার লাশ সৌদি আরবের রাজধানী রিয়াদ মনুসিয়া রিমন মেডিকেল মর্গে পোস্টমর্টেম করা হয়। পরবর্তীতে লাশ দেশে আনার মতো টাকা পরিবারের না থাকায় এলাকার সরফাত উল্যা কবিরাজ বাড়ী মানব কল্যান সামাজিক সংস্হার সদস্যগণ সহ সৌদি প্রবাসীরা ৫১২০০ টাকা অনুদান প্রদান এবং এলাকার আস -সবুর ফাউন্ডেশনের সহায়তা মোট ৩ লাখ ৬ হাজার টাকা বিদেশে পাঠিয়ে ২৩ আগস্ট রোজ শনিবার মৃত সেরাজুল বেপারির লাশ বাংলাদেশে এনে বিকাল ৫:০০ ঘটিকায় সফি উল্যা সর্দারের স্টেশনের জামে মসজিদ এ জানাজা সম্পূর্ন করে নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয় । এদিকে ছেলের লাশ শেষ দেখার সুযোগ করে দেওয়ায় মৃত সেরাজুল বেপারীর মা এই দুইটি সংগঠন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরো বলেন এই শোক আমি সইবো কেমনে। আমার ছেলেকে বিদেশ থেকে আনার জন্য যারা আর্থিক সহায়তা করেছেন তাদের সকলের জন্য তিনি দুহাত তুলে দোয়া করেন। মৃত সেরাজুল এর স্ত্রী বলেন আমার বিয়ের
পর থেকেই সংসার চালাতে আমার স্বামীর হীমশীম খেতো, ধার করজ করে দায়ীত্ব নিয়ে স্বামীকে বিদেশ পাঠিয়েছি এখন তো তিনি নেই আমার এই ছোট দুইটি মেয়ের কি হবে ? ধারদেনা কি ভাবে শোধ করবো, কি ভাবে আমরা এই শোক সইবো। এই বিষয়ে
রায়পুর উপজেলার সার্ভেয়ার, আমিন সমিতির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সচিব, ও লক্ষীপুর সাংবাদিক কল্যান সংস্থার সদস্য এহসানুল আসিফ মাসুম বলেন।প্রবাসী বাংলাদেশির এমন মৃত্যু কখনো কেউ কামনা করে না। বাংলাদেশ সরকার মাধ্যম জেলা প্রশাসক মহোদয়, লক্ষ্মীপুরের কাছে আকুল আবেদন নিরীহ আসহায় মৃত সেরাজুল এর ছোট দুইটি কন্যা সন্তান এর পড়ালেখা ও ভরনপোষনের জন্য আর্থিক সহায়তা করলে শোকাহত অসহায় পরিবারটি চির কৃতজ্ঞ থাকবে।






