বাংলাদেশে ফখরুদ্দীনের মতো সরকার এই মুহূর্তে দরকার
স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে একমাত্র বীরপুরুষ সরকার ছিলেন জনাব ফখরুদ্দীন আহমেদ। যিনি দুই বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের সব রাগব বোয়ালদের পাকড়াও করছিলেন। সবকয়টা অপরাধীকে তারের মতো সোজা করে ফেলেছিলেন। কাউকে ছাড় দেননি। তার ভয়ে সকাল বিকাল কাঁপুনি উঠতো রাজনৈতিক দলের নেতা নেত্রীদের। সবধরনের অপরাধীর রাতের ঘুম হারাম করেছিলেন তিনি। তিনিই ছিলেন সাধারণ শান্তিপ্রিয় মানুষের সরকার।
দেশের ইতিহাসের প্রথম সরকার ছিলেন-যিনি সরকারের চেয়ারে বসার পর সারাদেশকে বরফের মতো ঠান্ডা করেছিলেন। বাংলাদেশে আবার সে ফখরুদ্দীনের মত সরকার প্রয়োজন।






