লক্ষ্মীপুরের সেরাজুল সৌদিআরবে দুর্ঘটনায় মৃত্যু, অর্থাভাবে লাশ দেশে আনতে পরিবারের অপারগতা
এহসানুল আসিফ মাসুম রায়পুর প্রতিনিধি -লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশী, ইউনিয়নের, উত্তর চরবংশী, মুলা বেপারি বাড়ি নিবাসী মৃত সেকান্তর বেপারির ছোট ছেলে সেরাজুল বেপারী (৩৫) গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি আরব ডিউটিরত অবস্থা এক্সিডেন্ট করে বাংলাদেশ সময় আনুমানিক ০৫ টার সময় মৃত্যুবরন করেন। তার লাশ সৌদি আরবের রাজধানী রিয়াদ মনুসিয়া রিমন মেডিকেল মর্গে রাখা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি মেয়ে সন্তান রেখে যান।
মৃত সেরাজুল বেপারির মা জানান তার ছেলের লাশ বাংলাদেশে আনতে ৩ লাখ টাকা লাগবে। এত টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব না। তাই তার ছেলেকে শেষ দেখার পরিবার বর্গের সুযোগ হবে না।
এদিকে দুর্ঘটনায় মৃত সিরাজুল বেপারীর স্ত্রী আমাদের এপ্রতিবেদক কে স্ত্রী জানান আমার স্বামী টাকা ধার দেনা করে বিদেশে যান, দেনা পরিশোধ না হতেই এহেন দুর্ঘটনা ঘটে। যেই কয় টাকা বেতন পাইতেন আমার দুই মেয়ে, আমিও আমার শ্বাশুরি,পারিবারিক খরচই শেষ হয়ে যেতো। আমার স্বামী কে টাকার জন্য আমরা শেষ দেখার সুযোগ পাবো না। এদিকে অএ এলাকার আস – সবুর ফাউন্ডেশন জানান ১ লাখ টাকা তারা জোগার করে দিতে পারবে কিন্তু তিন লক্ষ টাকা তাদের পক্ষে দেয়া সম্ভব না। এলাকা বাসি জানান
বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয়
পাশে দাঁড়ালে বাংলাদেশে আনা সম্ভব হতো।






