ঢাকাMonday , 7 July 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ২টি ড্রেজার ও ৩’শ ফুট পাইপ বিনষ্ট

    admin
    July 7, 2025 3:10 pm । ২২৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে ফসলী জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে ২টি ড্রেজার ও ৩’শ ফুট পাইপ বিনষ্ট

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের চরমটুয়া গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার ও তিনশত ফুট পাইপ ধ্বংস করা হয়।
    জানা যায় ফসলি জমি ও বসত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা তৈরী হচ্ছে মর্মে প্রাপ্ত এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভি দাস , এ সময় ২ টন ওজনের ২ টি শ্যালো মেশিন এবং প্রায় ৩০০ ফুট লম্বা বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হওয়াতে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।
    এই বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমী) অভি দাসের নিকট জানতে চাইলে তিনি বলেন মাননীয় জেলাপ্রশাসক প্রশাসক মহোদয় এসব অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমিনের বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স।
    অদ্য ৭ জুলাই অভিযোগ কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গিয়ে আমি সহ যৌথবাহিনী সমেত এ অভিযান পরিচালনা করি। তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।